Biography
শিক্ষাই যেখানে আলো জ্বালায়, সেই আলোকবর্তিকা হাতেই আমার পথচলা শুরু। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের একজন শিক্ষার্থী এবং আমার রয়েছে বহু SSC ও HSC level এর অনেক শিক্ষার্থীর personal Mentor হিসাবে কাজ করার অভিজ্ঞতা।এছাড়াও কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে Mentor হিসাবে কাজ করেছি যা আমার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। একজন ইনস্ট্রাক্টর হিসেবে NextGen প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার লক্ষ্য শুধু পড়ানো নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর মনে কৌতূহল জাগিয়ে তোলা এবং তাদের মধ্যে 'কেন' ও 'কীভাবে' জানার আগ্রহ তৈরি করা। আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা আর অনুপ্রেরণা পেলে প্রতিটি শিক্ষার্থীই তাদের ভেতরের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। চলো একসাথে গতানুগতিক ধারা থেকে বের হয়ে আনন্দদায়ক পড়ালেখার এই অসাধারণ জগৎটাকে নতুন করে আবিষ্কার করি!
Courses