Biography
আমি বর্তমানে আ্যরোনেটিকাল ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমি HSC পাশ করেছি ২০২১ সালে।
আমি গত ২০২২ সাল থেকে এস এস সি ছাত্র-ছাত্রীদের সাইন্সের সকল বিষয়ে পারসোনাল মনিটরিং করছি। তবে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই গণিত বিষয়ে। আমি গণিত বিষয়টিকে আমার স্টুডেন্টদের কে অনেক সহজ ভাবে উপস্থাপন কিংবা বোঝাতে ভালোবাসি। আমার লক্ষ হলো ছাত্র ছাত্রী রা যে লেভেলেই থাকুক না কেনো, আমার কাছে ব্যাসিক সহ ম্যাথ বুঝে তারপরেই আগাবে। আমি খুব ই আনন্দিত এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে, ইন শা আল্লাহ খুব ভালো কিছু হবে।
Courses